Saturday, December 31, 2016

Welcome Happy New Year 2017( “স্বাগতম ২০১৭ সাল”)

আজ পহেলা জানুয়ারী শুভ ইংরেজী নববর্ষ। শুভ ২০১৭ খ্রীষ্টাব্দ কালের গর্ভে চলে গেল আরও একটি বছরপঞ্জিকার পাতা থেকে খসে পড়ল আরও একটি পুরাতন সন সূচনা হল একটি নতুন বছরগুডবাই ২০১৬ সালস্বাগত হে নয়া সাল! বলা হয়ে থাকে Time and Tide wait for none” 

সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে নাতাইতো প্রকৃতির অমোঘ বিধান যে, দিনের পর-মাস যাবে-বছর যাবে-যুগ যাবে-শতাব্দী চলে যাবে এভাবেইসময়কে কে রুখতে পারে? কার সাধ্য আছে সময়কে আটকে রাখে? হিসেব করলে দেখা যায় এক সেকেণ্ডকে যদি এক হাজার ভাগে ভাগ করা হয় রেজাল্ট আসবে এক মিলিসেকেন্ডতার মানে ১০০০ মিলি সেকন্ডে সেকেন্ডআর ৬০ সেকেন্ডে এক মিনিটযদি এক মিনিটে ষাট সেকেন্ড হয় তাহলে ঘন্টায়  হয় ৩৬০০ সেকেন্ডএকদিনে আসে ৮৬৪০০ সেকেন্ডএক মাসে হয় ২৬২৮০০০ সেকেন্ড এবং এক বছরে হয় ৩১৫৩৬০০০ সেকেন্ডসংখ্যাটি আসলেই মস্ত বড় বা বেশ প্রকান্ড রকমের বিগ সাইজপ্রকৃতির এমনই খেলা এত বড় সাইজের যে সময়ের একক এটাও ধীরে ধীরে একদিন শেষ হয়ে যায়তাহলে ৩১৫৩৬০০০ সেকেন্ডর একটি বৎসর পৃথিবী হাড়ালোআমাদের সামনে হাতছানি  নতুন আরেকটি বছরের
অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে গিয়ে  নতুন করে শান্তির সুবাতাস ও সমৃদ্ধি কামনায় উদযাপন হোক নতুন বছরসমাজে জ্বলে উঠুক মঙ্গল-দ্বীপসমাজ হয়ে উঠুক সু-শিক্ষায় আলোকিত

আমাদের জাতীয় জীবনে নতুন বছর বয়ে আনুক অনাবিল শান্তি,সমৃদ্ধিধুয়ে যাক পুরনো বেদনা,নস্টা রাজনীতিবাংলাদেশ হয়ে উঠুক সমৃদ্ধশালী এই হোক নতু্ন বছরের প্রত্যাশা সবাইকে  ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা

1 comment: