Wednesday, February 1, 2017

Mark Elliot Zuckerberg (ফেসবুক প্রতিষ্ঠাতা “মার্ক জাকারবার্গ” )

মার্ক এলিয়ট জাকারবার্গ।বেশী পরিচিতি মার্ক জাকারবার্গনামে তিনি নিজে একজন কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপারতিনি ফেসবুকের জনকতিনি নিজেই ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেই সাথে প্রেসিডেন্ট।জাকারবার্গ জন্মগ্রহন করেন ১৯৮৪ সালের ১৪ মে মাসে নিউইয়র্কের হোয়াইট প্লেইন নামক স্থানে পিতার নাম এডওয়ার্ড জাকারবার্গমাতা ক্যারেনপিতা-মাতা দুজনই ডাক্তার। মা মানসিক রোগের ও বাবা দাঁতের ডাক্তার।
সময়টা ২০০৪ সালের ফেব্রুয়ারী মাস জাকারবার্গ তখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সেই সময় বন্ধুদের সাথে নিয়ে তৈরী করেন ফেইসবুক সেই থেকে শুরু। চলছে তো চলছেই। সারা বিশ্বে প্রতি মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১.৮০ বিলিয়ন। বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমান পাঁচ বিলিয়ন ডলারের উপরে।
প্রথম দিকে হার্ভাডের ছাত্র-ছাত্রীরাই শুধু ইহা ব্যবহার করতোতখন নামটা ছিলো “The photo address book” ছাত্র-ছাত্রীরা তাদের নাম, ডকোমেন্টস,কন্টাক্ট নং,  এসব এখানে  লিখে রাখতো।অতপরঃ স্টুডেন্ট্রা এর নতুন নাম দিল “The Face Book” সব শেষে  The শব্দটা বাদ দিয়ে  নামটা হল Facebook.



No comments:

Post a Comment