Monday, April 3, 2017

Kusumkumari Das ("কুসুমকুমারী দাশ")

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
"মানুষ হইতে হবে" এই তার পণ
            -----কুসুমকুমারী দাশ 

কবিতাটির লেখিকা কুসুমকুমারী দাশ। কবিতাটিকে অনেক জনকে ভুল বসতঃ জীবনানন্দ দাশের কবিতা বলে চালিয়ে দিতে দেখেছি। আসলে তথ্যটি সঠিক নয়। কবিতাটি কুসুমকুমারী দাশ “আদর্শ ছেলে” কবিতায় লিখেছেন। কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি।তাঁর আরেক বড় পরিচয় তিনি বাংলার নিটোল প্রেমের কবি “জীবনানন্দ দাশের” মাতা। জীবনানন্দ দাশ তাঁর বড় ছেলে। কবি কুসুমকুমারী দাশ বয়সের দিক থেকে বেগম রোকেয়া এবং বেগম সুফিয়া কামালের চেয়েও বয়সে বড়। তিনি ১৮৭৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি বাখরগঞ্জ জেলার বরিশাল শহরে(ব্রিটিশ ভারত) জন্মগ্রহণ করেছিলেন। অপরদিকে বেগম রোকেয়ার জন্মঃ ৯ ডিসেম্বর ১৮৮০ এবং মৃত্যুঃ ৯ ডিসেম্বর ১৯৩২ সালে। আর বেগম সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন ২০ জুন ১৯১১ এবং মৃত্যুঃ ২০ নভেম্বর ১৯৯৯। কবি কুসুমকুমারী দাশের পিতার নাম চন্দ্রনাথ দাস এবং মাতার নাম ধনমণি। ছোটবেলা থেকেই কুসুমকুমারী কবিতা ও প্রবন্ধ লিখতেন।
বাংলায় নারীদের আসন অনেক উচ্চে। অসংখ নারী সাহিত্য চর্চা করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, শিক্ষাদান করে এবং রাষ্ট্রীয় পর্যায় সহ অনেক উচ্চস্থানে নারীরা অবদান রেখেছেন। নারীকে আজ ছোট করে দেখার উপায় নেই। দৃষ্টি কটুদের ভাল লাগা না লাগা বা কারও কারও নারী রাজনীতি পছন্দ হওয়া না হওয়া অথবা কে কোন রাজনীতিতে বিশ্বাসী সেটা ভিন্ন প্রসঙ্গ। সেই কন্ট্রভার্সি বা ডিবেটে যাব না। নানা মুনীর নানা ব্যাখ্যা-ব্যাপকতা-বিতর্ক থাকতেই পারে বা দ্বিমত পোষণ করতে পারে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে মুক্ত আলোচনার বিবেচনায় নিয়ে আসতে চাই নারীকে। হিংসা বিদ্বেষ নয়। পাপ-পূণ্যের বিষয় নয়। নারী সম্মানের পাত্র সেটাই উপস্থাপন করা এবং নর-নারী সমান নজরে দেখা সেটাই আমার মুক্ষ উদ্দেশ্য। আর সেজন্যই ফিরে যেতে চাই বিদ্রোহী কবি কাজী নজরুলের “নারী” কবিতায়।
“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”

ডাঃ ফজলুর রহমান, সৌদি আরব।
Cell Phone:00966534580722
Email: frahmanapple@yahoo.com
E: rahmanmedical.hall89@yahoo.com
Twitter:@Frahmantwittman

No comments:

Post a Comment