Wednesday, November 9, 2016

৪৫তম প্রেসিডেন্ট "ডোনাল্ড ট্রাম্প"(Donald Trump is the 45th number President of United States)


  আমেরিকা
 আমেরিকা হাঁ আমেরিকান ইলেকশন ২০১৬ এর কথাই বলছিহয়ে গেল আমেরিকান প্রেসিডেন্ট  নির্বাচন ২০১৬দেশটির ৫০টি রাজ্যে গত নভেম্বর , ২০১৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ৭০ বছর বয়স্ক ডোনাল্ড ট্রাম্প ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৯০টি  ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেনসারা বিশ্বের জরিপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট হলেন “ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প” হয়ে গেলেন  মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট  তিনি রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন অপরদিকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী “হিলারি ক্লিনটনপেয়েছেন ২১৮ ইলেক্টরাল ভোটহিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রাক্তন রাষ্ট্রপতি "বিল ক্লিনটনের" স্ত্রী অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দুনিয়া জোড়া নির্বাচনী জরিপ হিলারিকে সব সময় এগিয়ে দেখানোটা হিলারির  জন্য কাল হয়েছে।যার ফলশ্রোতিতে ভোটাদের কাছে ভোট চাওয়ার চেষ্টা ছিল  কম।হিলারির কর্মীদের ধারণা ছিল তারা এমনিতেই জয়ী হবেনএটাই ছিল ডেমোক্র্যাটিকদের বড় ধরনের ভুল অপর দিকে  ট্রাম্প ভোটারদের দূরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন যথা সাধ্য নির্বাচনী প্রচেষ্টা চালিয়ে গেছেন তবে নির্বাচনের পূর্বে ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে" প্রস্তাবনায় সারা বিশ্বে বেশ বিতর্কে  জড়িয়ে পরেন। মুসলিম অভিবাসনের উপর ট্রাম্পের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাজ্যের পার্লামেন্টের ই-পেটিশ্যান ওয়েবসাইটে "ব্লক ডোনাল্ড জে ট্রাম্প ফ্রম ইউকে এন্ট্রি" নামের একটি পেটিশ্যান খোলা হয়। ডিসেম্বর ১১ সকাল ৫ টার মধ্যেই স্বাক্ষর সংখ্যার সর্বোমোট সংখ্যা দাঁড়ায় ৫,০০,০০০ এর চেয়েও বেশি।তারপরও সকল জল্পনা-কল্পনা ঝেড়ে ফেলে ট্রাম্পই হয়ে গেলেন জয়ী।  ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ই জুন নিউ ইয়র্ক শহরের  কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প  মূলতঃ  বড় ব্যবসায়ী এবং একজন  সাহিত্যিকও বটে শিক্ষা অর্থনীতিতে স্নাতক ১৯৬৮ সালেবিশ্ববিদ্যালয় "পেন্সিল্ভেনিয়া ইউনিভার্সিটি তিনি  ফোডহাম বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন 
       ট্রাম্পের  ইভানা জেলনিকোভাক    মার্লা ম্যাপলস নামে আরও দুইজন স্ত্রী ছিল যাদের সাথে পরবর্তিতে ১৯৯১ সালে ইভানার সাথে এবং  ১৯৯৯ সালের জুন মাসে মার্লা ম্যাপলসের সাথে ট্রাম্পের ডির্ভোস হয়ে যায়তাদের সন্তানও রয়েছে যারা বর্তমানে ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী সহ-সভাপতি। ট্রাম্পের বর্তমান স্ত্রী স্লোভেনিয়ার নাগরিক একজন মডেল "মেলানিয়া নসকে” ২০০৫ সালের জানুয়ারী মাসের ২২ তারিখে  বিয়ে করেন ২০০৬ সালে মিলেনিয়া এবং ট্রাম্প ব্যারন উইলিয়াম ট্রাম্প নামের একটি পুত্র সন্তানের জন্ম দেয়।     ট্রাম্প একজন প্রেসবিট্যারিয়ান” ধর্মাবলম্বী। তাঁর পিতা “ফ্রেড ট্রাম্প” এবং মা “ম্যারী অ্যানী” দাদা ছিলেন "ফ্রেডেরিক ট্রাম্পতার পূর্ব-পুরুষরা ছিল জার্মান বংশোদ্ভুত১৮৮৫ সালের পরে ট্রাম্পের  দাদা "ফ্রেডেরিক ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসেন 
      
       ফজলুর রহমান
       সৌদি আরাবিয়া
       ৯/১১/২০১৬
         Fazlur Rahman
      Mob:+966534580722|+966562998047
      Email:frahmanapple@yahoo.com|
      Twitter:@Frahmantwittman|
      www.fazlupedia.blogspot.com|Skype:frahman67 


  
      

No comments:

Post a Comment