Thursday, November 24, 2016

"একজন সৈয়দ শামসুল হক" ( A Syed Shamsul Haque )

একজন  সৈয়দ শামসুল হক একজন  বিশিষ্ট সাহিত্যিক, কবি, উপন্যাসিক, নাট্যকার, এক কথায় বহুমাত্রিক লেখক  আরেক উপাধি তিনি সব্যসাচী লেখকসৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর কুড়িগ্রামে । জনাব শামসুল হক ১৯৫০ সালে গণিতে লেটার মার্কস নিয়ে ম্যাট্রিক করেন তারপর বাড়ীতে কাউকে  না বলে ১৯৫১ সালে  বম্বে পালিয়ে যান। সেখানে এক বছরের মত এক ফিল্ম প্রডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করেন ১৯৫২ সালে  দেশে চলে আসেন এবং জগ্ননাথ কলেজে মানবিক শাখায় ভর্তি হনকলেজ পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শাখায়  ভর্তি হন ১৯৫৪ সালেঅতপর স্নাতক পাসের আগেই ১৯৫৬ সালে পড়াশোনা অসমাপ্ত রেখে সেখান থেকে বেরিয়ে যান তিনি প্রখ্যাত লেখিকা ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারা সৈয়দ হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সৈয়দ শামসুল হক বেশ কিছু সিনেমার চিত্রনাট্য লিখেন।" ক খ গ ঘ ঙ" “বড় ভাল লোক ছিল” এসব  বিখ্যাত সিনেমার কাহিনী  তাঁরই লেখা।এই সিনেমার  জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি কিছুকাল  লন্ডনে  বিবিসির বাংলা খবর পাঠক ছিলেন। ১৯৭১ সালে  ১৬ই ডিসেম্বরে পাকিস্তানী বাহিনী যখন আত্মসর্মপণ করে সেই সংবাদটিও পাঠ করেছিলেন। তিনি বিবিসির বাংলা প্রযোজক হিসেবে কাজ  করেন ছয় বৎসর। সৈয়দ হকের জীবনের প্রথম কবিতা ১১/১২ বছর বয়সে লেখা "আমার ঘরে জানালার পাশে গাছ রহিয়াছে/ তাহার উপরে দুটি লাল পাখি বসিয়া আছে" এবং জীবনের শেষ কবিতা রচনা করেন হাসপাতাল বেডে।সে কবিতার নাম- “আহা, আজ কি আনন্দ অপার এই কবিতাটি  তিনি লেখেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সৈয়দ হকের রচিত বেশ কিছু বই পড়ার সৌভাগ্য আমার হয়েছে।তাঁর লেখা উপন্যাস “খেলারাম খেলে যা” সহ  বেশ কিছু বই আমার সংগ্রহেও আছে। পড়তে ভাল লাগে ভীষণভাবে তাঁর বইয়ের সংখ্যা দুই শতাধিক হবে তিনি সাহিত‌্যের সকল ক্ষেত্রে বিচরণ করেছেন। ছোটগল্প, কবিতা, উপন্যাস, কাব্যনাট্য, শিশুসাহিত্য, নাটক, প্রবন্ধ কি না লিখেছেন তিনি।সৈয়দ শামসুল হক স্বাধীনতা পুরস্কার সহ একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।
সৈয়দ শামসুল হকের বেশ কিছু গান বাংলার সংগীত জগৎকে সমৃদ্ধ করেছে। যেমন ফেরদৌসী রহমানের গাওয়া একটি  চমৎকার গান “যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও” এ গানটি লিখেছেন জবাব সৈয়দ হক।বড় ভালো লোক ছিলো” সিনেমার দুটি গান- “হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস” এবং “তোরা দেখ দেখ দেখরে চাহিয়া, রাস্তা দিয়া হাঁইটা চলে রাস্তা হারাইয়া তারপর রুনা লায়লার কন্ঠে চমকা একটি গান “পাগল পাগল মানুষগুলো পাগল সারা দুনিয়া, কেহ পাগল রূপ দেখিয়া, কেহ পাগল শুনিয়া”  বশীর আহমেদের গাওয়া সেই বিখ্যাত গান- অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়” এসব কালজয়ী গানগুলি   সৈয়দ শামসুল হকেই লিখেছিলেন। তাঁর সকল  সৃষ্টি অমর। এছাড়া  সৈয়দ হকের বিখ্যাত উপন্যাস নিষিদ্ধ লোবান” অবলম্বনে তৈরী হয়েছে “গেরিলা” সিনেমাটি যাহা জনাব নাসিরউদ্দীন ইউসুফ(বাচচু) পরিচালনা করেছেন।

সৈয়দ শামসুল হক ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর  ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

No comments:

Post a Comment