Tuesday, November 8, 2016

“মোরিস কয়েচলিন” ছিলেন আইফেল টাওয়ারের সিভিল ইঞ্জিনিয়ার (Maurice Koechlin was Structural engineer of "Eiffel Tower")

কল্কি কয়েচলিন(Kalki Koechlin)একজন ইন্ডিয়ান অভিনেত্রী।কাল্কি বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন। কল্কি অভিনীত ছবি দেভ.ডি শয়তান জিন্দেগী না মিলেগী দু বারা মারগারিটা উইথ এ স্ট্র এসব ছবি যারা দেখেছেন তাদের কাছে কাল্কি খুব জনপ্রিয়।মারগারিটা উইথ এ স্ট্র ছবিতে কল্কি একজন সেরিব্রাল পাল্‌সি রোগিণী-র ভূমিকায় অভিনয় করেছেন যা অনেকটা অটিজম রোগীর মত।তবে অটিজম আর সেরিব্রাল পা্ল্‌সি এক রোগ নয়। যাইহোক আমার আলোচনা আজ কল্কিকে নিয়ে নয়। প্রসঙ্গ কাল্কির তালইকে নিয়ে। তালইকে পরিচিত করানোর জন্যই কাল্কি কয়েচলিনের অবতারণা করলাম।
   মোরিস কয়েচলিন(Maurice Koechlin) একজন সুইস সিভিল ইঞ্জিনিয়ার।তবে তার ফ্রান্সের নাগরিকত্ব ছিল। সে হিসেবে তিনি একজন ফরাসি। মোরিচ ১৮৫৬ সালে জন্মগ্রহন করেন এবং ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন। এই মোরিস কয়েচলিন-ই প্রথম আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অব লিবার্টি-র ডিজাইন করেন। যদিও স্ট্যাচু অব লিবার্টি-র মূল নক্সা করেন “গুস্তাব আইফেল”। কিন্থু গুস্তাবের সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন মোরিস কয়েচলিন।সেজন্য আইফেল টাওয়ারএর ব্যাপারে গুস্তাব বেশ কিছু পরামর্শ  নিয়েছিলেন মোরিচের কাছ থেকে। এত বড় এক শিল্পীর কথা আমাদের সকলের জানা দরকার।আরও জানা দরকার এই গুণী প্রকৌশলী "মোরিস সাহেব" ভারতের অভিনেত্রী কল্কি কয়েচলিনের প্রপিতামহ বা তালই (দাদার বাবা) । ধন্যবাদ সবাইকে।

 Fazlur Rahman
0534580722|0562998047|
Email:frahmanapple@yahoo.com|
Twitter:@Frahmantwittman|
Skype:frahman67| www.fazlupedia.blogspot.com

No comments:

Post a Comment