Sunday, May 14, 2017

সে আমার জন্মভূমি- He is my Homeland - (ফজলুর রহমানের কবিতা) Fazlur Rahman's Poem-2

সে আমার জন্মভূমি
------------ফজলুর রহমান

জোৎস্না বিলায় চাঁদ আকাশে একা বসে,
ফুলেরা জেগে জেগে মুক্তোর মত হাসে।
রূপালী চাঁদ ফিরে ফিরে তাকায় জমিনে,
তারারা মুসকি হেসে থাকে নীল আসমানে।
এ যেন ওদের মনের চমৎকার মিতালী,
গালিচার জুঁই-চামেলী ডাকে কই গো শেফালী।
রক্ত রাঙ্গা কৃষ্ণচূড়া আবির ছড়ায় বাতাসে,
গ্রীষ্মের দুপুরে দমকা হাওয়া বহে দীর্ঘশ্বাসে।
জারুল আর জামরুলের গন্ধ মাখা প্রকৃতি নাচে,
কাঁঠালের সুভাসে মধু সঞ্চয়ে মৌমাছিরা নাচে।
বাংলার ষড়ঋতু উঁকি মারে দুই মাসে মাসে,
চির সবুজের সমারোহ বয়ে যায় ঘাসে ঘাসে।
এ কেমন মায়া ভড়া হৃদয় কারা বাংলা আমার,
মরার আগে ফিরি যেন নিজ জন্মভূমিতে আবার।

সৌদি আরব-১৩/৫/২০১৭

No comments:

Post a Comment