Sunday, May 14, 2017

বাদল দিনের খিচুড়ি --------ফজলুর রহমানের কবিতা-৩

"বাদল দিনের খিচুড়ি"
--------ফজলুর রহমান।

বাদল ঝরা বৃষ্টির রজণীর স্বাদ নিতে
খিচুড়ি-গোশত-চাটনির মজা পেতে
কেউ ব্যাকুল সরিষার তেলে পেয়াজ ডলে,
বুড়ো দাদু শক্ত হাতে আপন পাতে লঙ্কা ডলে।
আমচুর-জলপাই খাই আর না পাই,
আজকের বর্ষায় দাদীদের জামানায় ফিরে যাই।
বিরিয়ানি-বোরহানি-জাফরানি আজকে নাহি চাই।
খানদানী পোলাও সবাইকে ভুলাও চাহিবে না ঘি,
মেঘের দিনে টমেটো-সালাদের মজা দেবে কি ঘি?
চাসনে তোরা কোপ্তা-কোরমা খেয়ে নে আজ খিচুড়ি,
বাদল বেলায় চাদর কাঁধে হাটে যায় কোন বেপারী?


 সৌদি আরব-১৪/৫/২০১৭

No comments:

Post a Comment